"প্রেমের লতা"


উষ্ণ তোমার ওষ্টযুগগল বক্ষ সুউন্নত
আর কাঁখেতে মাদল বিভব জঙ্ঘা
প্রদ্যুদ্মত।
দীঘল আঁখি আর সরোবার সাঁনাই ধরা সুর
ব্যাপ্ত আমার হৃদ মনেতে কেনই থাকো
দূর।
দূর সীমানায় দৌড়ে গেলাম হৃদয় সে তার টানে
বাক কেন রও নীরব গোপন কোন সে
অভিমানে।
না দেখি নাই আগুপিছু না ঘর নাগর সুখে
বাঁধতে সে স্রোত স্রোতস্বিনী বাঁধতে রে সই
বুকে।
অনেক জ্বালা যতন বাড়ি প্রহার সয়ে আশ
ভাসতে তরী ঝড় তুফানে রইতে স্নেহের
দাস।
হটাৎ সুধার বৃষ্টিধারায় কনক উপবনে
হারিয়ে সে মন আনমনে রই প্রেমের সুধার
বানে।
না চাই কায়া না চাই তনু শুধুই ভালোবাসা
নাই সে আশ নাই সে রতি কাম সুবাসের
ভাষা।
ধন্য মানি শব্দ বাণী প্রেমের লতায় বাঁধা
বাধ বিবাদ ও ঘাত প্রতিঘাত রও না সে মোর
রাধা।