"লতিয়ে বেণী"


আজ দরিয়ায় ভুলতে ভুবন ওই আঁখেতে
প্রেমের তুফান উঠলো জীবন বাধ সেধেছে,
বাক হারা হই হৃদয় তলে খুশির হাওয়া
পাল তুলে ওই নীল দরিয়ায়
হারিয়ে যাওয়া।
ঝুমুর ঝুমুর পায়েল তলে প্রাণের নদী
ঝুমকো লতায় লতিয়ে বেণী দিব্য যোনি,
ওরে ওই পাগল হাওয়া দিশান ওই পথিক হারা
নিশান ওই ধ্বজা তোলে; প্রেমের দোলে
পাল তুলে দি, রব হারা বাক ছুটিয়ে ঘোড়া
দিব্য নদী।
আজ দরিয়ায় ভুলতে ভুবন ওই আঁখেতে
প্রেমের তুফান উঠলো জীবন বাধ সেধেছে;
মানবো না সই অযুত নিযুত বাঁধ সে ভাঙা
সমাজ জনে রুখতে নারে সেই ঠিকানা,
গগন তলে লগন তোলে প্রেমের বাণী
হারবো না আর হারতে জীবন লতিয়ে বেণী,
আজ তুফানে নাইতে রে ভব চুম্বনে সই
আলিঙ্গনে সেই ভুবনে-বইতে  রই।
আয় ছুটে আয় নীল আঁখিতে কাজলা কালি
আর দুনিয়া পিছন ফেলে প্রেমের লালি।
আজ দরিয়ায় ভুলতে ভুবন ওই আঁখেতে
প্রেমের তুফান উঠলো জীবন বাধ সেধেছে,
বাক হারা হই হৃদয় তলে খুশির হাওয়া
পাল তুলে ওই নীল দরিয়ায়
হারিয়ে যাওয়া।