"দলন"


(বাংলাদেশে নবম শ্রেণীর ছাত্রী মোবাইলে নকল করে ধরা পরে যায়। স্কুল কর্তৃপক্ষ তাকে টিসি দেবে বলে জানালে, সে প্রধান শিক্ষকের হাতে পায়ে ধরে ক্ষমা চায়, তার মা বাবাও অনেক ভাবে শিক্ষকের কাছে ক্ষমা চান এবং প্রথম ও শেষ বারের মত ক্ষমা করতে বলেন তাকে, তিনি যেন তাকে টিসি না দেন। অপমান করে শিক্ষক মহাশয় তাদের তাড়িয়ে দিলে মেয়েটি বাড়িতে সবার অলক্ষে ফাঁসিতে ঝুলে পরে। যারা জানেন না তাদের জন্যে)


মর্মরিয়া হৃদয় ভাঙে পার হলো কূল সীমা
নাই মানবে হৃদ সে দয়া
নাইরে গরিমা। ওরে নাইরে গরিমা।
কঠিন কঠোর পাষাণ জঠর ওষ্ঠে ক্রুরো হাসি
বিদ্যা দানে ব্যাবসা কামাই ধন সে
রাশি রাশি। ওড়ে, ধন সে রাশি রাশি।
বুঝলো না সে বুদ্ধিনাশে তরল সরল মন
গরল ধরা বাক্যবাণে করলো রে
দলন। ওরে, করলো রে দলন।
না শুনে নাই করুণ কাতর আর্তনাদের ধ্বনি
ঝড় তুফানে শাণিত বাণে আকাশ
আবেদনই। ওরে আকাশ আবেদনই।
অশ্রুঝরা পল সে শিশু না পায় দিক দিশা
আঁধার ঘন আঁখ সে ঝরা নিশীথ
তমানিশা। ওরে, নিশীথ তমানিশা।
খেদ সে বহে জীবন তারণ ব্যর্থ সে পল গোনে
ফাঁসির মালায় আপন আলয়
রইলো না আর প্রাণে। ওরে, রইলো না আর প্রাণে।
আজ গানেতে উজার দিলাম রব সে ভবেতে
ছোট্ট খুকি ধরছি রে পণ সমাজ
শোধণেতে। খুকি, সমাজ
শোধণেতে।