"অরিত্রী"


(বাংলাদেশে নবম শ্রেণীর ছাত্রী মোবাইলে নকল করে ধরা পরে যায়। স্কুল কর্তৃপক্ষ তাকে টিসি দেবে বলে জানালে, সে প্রধান শিক্ষকের হাতে পায়ে ধরে ক্ষমা চায়, তার মা বাবাও অনেক ভাবে শিক্ষকের কাছে ক্ষমা চান এবং প্রথম ও শেষ বারের মত ক্ষমা করতে বলেন তাকে, তিনি যেন তাকে টিসি না দেন। অপমান করে শিক্ষক মহাশয় তাদের তাড়িয়ে দিলে মেয়েটি বাড়িতে সবার অলক্ষে ফাঁসিতে ঝুলে পরে। তাই প্রশ্ন জাগে মনে মহান আল্লাহ প্রতিদিন আমাদের কত ভুলই না ক্ষমা করে দেন অথচ যারা সমাজে উদারতার বাণী প্রচার করে থাকেন , যাদের সমাজ শ্রদ্ধার চোখে দেখে তারা এতটা নির্দয় হলো কী করে!)


কোমল সে প্রাণ ডুবলো আঁধার
মাসুল দিল ভুলের তরে,
ফাঁসির দড়ি গলায় নিল
আপন নিলয় তার ওই
ঘরে।


খোদার দুয়ার লক্ষ হাজার
দেয় সে মাফি দোর সে দোরে
বিদ্যা কেতন কঠিন কেন
প্রথম ভুলের শাস্তি
তরে!


দুখ জড়া সে কোমল কলি
ফিরবে না আর হেসে,
জর্জরিত মানবতা;
প্রশ্নবাণে গেলই
ভেসে।


কেন হে নিঠুর সমাজ অতি
জবাব কী আছে কোনো শুন ওহে হৃদ পাতি,
ধন্য যাহারা সমাজ মানিছে
পথ ও প্রবাসে দেশে
দেশে।