“অম্লান”


শূন্য মনেতে শূন্য পানেতে শূন্যেতে দেই দোলা
রাহী সে আলয়-রাহে মাতি প্রাণ পথিকো মনভোলা।
আশ ভাষ হৃদ
জীবন সুহৃদ,
কোলাহল রব দোদ্যুলো দোলেতে, শ্মশানেতে পাল তোলা।


সে রব হাঁকিতেছে দূর-কাল সে গগনো ভেদী
অরূপ নিলয় নাহি রবে হেম-বিষাদ কী অবসাদই!
বুব্দুদ সম প্রাণ
রহিতে অম্লান,
প্রেমেরো ডালিতে জীবনো মেলিতে পথিকো রাহিতে কাঁদি।


সেদিন কী আসিতে দ্বারে সোনা রোদ ঝরিতে প্রান্তরে
অশ্রু বানেতে প্রেমেরো দোলেতে-সুহৃদ সে রব; হৃদ ও অন্তরে।
বুনিতে সে জালই তাই
মেলি প্রেম ডালি তাই,
জ্বালিতে সে দীপদানী, অরূপো হৃদয় খানী-প্রস্তর ধরা প্রাণ আজি মর্মরে।


শূন্য মনেতে শূন্য পানেতে শূন্যেতে দেই দোলা
রাহী সে আলয়-রাহে মাতি প্রাণ পথিকো মনভোলা।
আশ ভাষ হৃদ
জীবন সুহৃদ,
কোলাহল রব দোদ্যুলো দোলেতে, শ্মশানেতে পাল তোলা।