প্রকৃতির লেখা,"নীরদ-দ্বিতীয় তথা শেষ খন্ড"
- সঞ্জয় কর্মকার
(দ্বিতীয় খন্ডটি পাঠ করবার অনুরোধ রইলো। প্রথম খন্ড আমার প্রকাশনার স্বার্থে একত্রে প্রকাশ দিয়েছি)


Sanjay Karmakar
  · 2ste0Scipons orhcersudm  ·
প্রকৃতির লেখা,"নীরদ প্রথম খন্ড"


নীরদে বাহিত ভ্রুণ সে খেয়াল; গুঞ্জনে আজি প্রাণ
উতলা আজিকে গগনে নিনাদে অশনিত আসমান।
গরজে বাদলে বজ্র সে ফাল তিমিরে বাহিত তল
ধাবিত আজিকে বিহারে সরবে; বারি সে মেঘের ঢল।
গগনে শোভিত দয়িত দামিনী কামিনী বহিছে রবে
গর্জনে মেঘ মল্লা তাহার, চপলো তরিৎ-এ রাগে।
অভিসারী মেঘ মাতিলো স্বপনে মেদিনী তাহার প্রাণ
ঘন রব রোল উদিছে বিছারি বারি সে তাহার ধন।
শৃঙ্খলে তার আছিলো পরাণ দাবদাহে মৃতপ্রায়
টুটিলো তাহার বজ্র সে বাঁধ; অঝোরেতে দৃঢ়তায়।
রূপ রঙ-এ তার ধাবিত ধরণী, তটিনী চলিছে বেগে
সম্ভোগে প্রাণ জলধি তাহার সঁচারিত অনুরাগে।
আজিকে ললিত লালিতে ফাগেতে মিলন তাহার তিথি
নব রসায়ণ নব উদ্যম তায়, নমিনু সে প্রেম প্রীতি।


"নীরদ-দ্বিতীয় খন্ড"


মর্মরে প্রাণ আছিল তথায় রুক্ষ সে ভূম হায়
মিলনে তাহার বারি সে ধারায় বেহাগেতে সুর গায়।
দিকে দিকে রব অঙ্কুর তার ভ্রুণেতে আছিল প্রাণ
জাগিল সরসে আজিকে হরষে নব জীবনের গান।
ফল্গু ধারায় হৃদয় হারায় শ্রবণে সে রব তায়
বারি সে বরষে অম্বুদে নাদ হেরিয়া সে দ্বারকায়।
আজিকে মুখরা মধুরা সে হৃদ; হর্ষ গীতি ও গানে
মাতোয়ারা মন জলধিত তার সুরভিত আগমনে।