Sanjay Karmakar
  · 2ste0Scipons orhcersudm  ·
প্রকৃতির লেখা,"নীরদ"


নীরদে বাহিত ভ্রুণ সে খেয়াল; গুঞ্জনে আজি প্রাণ
উতলা আজিকে গগনে নিনাদে অশনিত আসমান।
গরজে বাদলে বজ্র সে ফাল তিমিরে বাহিত তল
ধাবিত আজিকে বিহারে সরবে; বারি সে মেঘের ঢল।
গগনে শোভিত দয়িত দামিনী কামিনী বহিছে রবে
গর্জনে মেঘ মল্লা তাহার, চপলো তরিৎ-এ রাগে।
অভিসারী মেঘ মাতিলো স্বপনে মেদিনী তাহার প্রাণ
ঘন রব রোল উদিছে বিছারি বারি সে তাহার ধন।
শৃঙ্খলে তার আছিলো পরাণ দাবদাহে মৃতপ্রায়
টুটিলো তাহার বজ্র সে বাঁধ; অঝোরেতে দৃঢ়তায়।
রূপ রঙ-এ তার ধাবিত ধরণী, তটিনী চলিছে বেগে
সম্ভোগে প্রাণ জলধি তাহার সঁচারিত অনুরাগে।
আজিকে ললিত লালিতে ফাগেতে মিলন তাহার তিথি
নব রসায়ণ নব উদ্যম তায়, নমিনু সে প্রেম প্রীতি।