Sanjay Karmakar
badge icon
Founding Members
  · entSpon7ssfm hrorsfed  ·
"নিঃশব্দ আলাপন"


রাত এলেই শহর কাত। নিশীথের চলে নিঃশব্দ আলাপন,
মূর্ছিত হয় গোলাপ কলি।
দলে দলে শাখে শাখে রচিত হয় বিষাদের সঙ্গীত
মেকি আভরন খসে পরে পলেস্তরা।
হায়েনার উদগ্র কলরোলে দূষিত হয় বাতাস
আকাশে অর্ধ চন্দ্র জানান দেয় সে বার্তা।
তন্দ্রাচ্ছন্ন মেদিনীর ইন্দ্রপূরে বিলাস বৈভব্য পুর হতে
চুইয়ে চুইয়ে হতে থাকে রক্ত ক্ষরণ।
রক্তাক্ত হয় বক্ষস্থল।
পূবের আকাশ ততক্ষণে জানান দেয় আগমন বার্তা।
ক্ষয়িষ্ণু কায়ে লিপ্ত হয় সংযমের ইতিবৃত্ত।
আজান ধ্বনিতে জাগ্রত হয় নৈশ বিভীষিকা।
মুখোসের অন্তরালে পর্যবসিত হয় বিশ্ব।
হে মনুষ্য কূল , শত কোটি প্রণাম
তোহে।