বিয়ের আসর ভেস্তে গেছে-বৃষ্টি মুষলধারে
দৌড়ে পলান দিতেই সবাই এ ওর ঘাড়ে পরে।
সুজোগ বুঝেই পদ্ম পানা
মিটিয়ে সকল পাওনা দেনা,  
অর্জুনের ওই সেই নিশানায়, বিঁধলো মাছে তীরে।


আসরে সময় দিতে না পারবার জন্যে আন্তরিক ভাবে দুঃখিত।


"গুজব"


চিলের কথায় কেউ বা হাসে কেউ বা কেঁদে মরে
ছেলেধরা বলেই যখন গণধোলাই
মারে।
এই তো সেদিন মাথাভাঙ্গায় রটলো গুজব ভাই
বেঘোর মার মারলো লোকে কারণ গুজব
টাই।
কেউ ছিল না ছেলেধরা; মেয়ে কিংবা বউ
নেহাত ভালো মানুষ তারা অন্য গাঁয়ের
কেউ।
তাই বলে যাই থাকতে কান, কান দিওনা গুজবেতে
গণধোলাই দিতেই সবাই; গুজব গুজব গুজব
মেতে।