Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JusrShtdct Spaondnowlsogreod  ·
যুগল মানবতাবাদী লেখা, "নীতির কথা"


"শিকদার ওয়াহিদুজ্জামান"


আইন দিয়ে হবে সবই আইন যদি মানো
কেউ বা বলে হয়নারে ভাই আইন দিয়ে জানো।
আইন ছাড়া হয়না কিছু আইন ই সমাধান
যারা বলে হয়না কিছু তাদেরকে সাবধান।


দায়িত্ব সবার আইন মানা আইন মানতে হয়
না মানলে তার ফলস্বরূপ জাতির ক্ষতি হয়।
গাড়ি চলে ইচ্ছে মতো ক'রে ওভারটেকিং
রডের জায়গায় বাঁশ দিয়ে বানায় আজ বিল্ডিং।


ইট সিমেন্টে সুরকি বালু ঘর বানাতে চাই
কেমন্ করে করবো বাড়ি ভেজাল ছাড়া নাই।
ফি বছর রাস্তা বানায় মাস তিনেক পরে
ছাল চামড়া সব উঠে যায় কে বা তাদের ধরে।


লোন নেবে তদবির ছাড়া পাস হবে না ফাইল
ঘুরতে ঘুরতে উঠবে সুতা হবে শেষে কাহিল।
কতো কি আর বলবো আমি আছে অনেক কথা
আছে সবার জানা অনেক বললে পাবে ব্যথা।


এসব কিছু থেকে যদি বাঁচতে সবাই চাই
কার্যকরী করতে হবে আইন সবটাই।
অপরাধী যে-ই হোক আইন সবার জন্য
হয় য্যানো একই সেটা হয় না য্যানো ভিন্ন।


নিজের থাকে আইন মেনে শ্রদ্ধা করো সবে
অপরাধ থেকে দূরে থেকে রক্ষা করো তবে।
আইন শুধু আইন তো নয় আইন আনে শান্তি
আইন ছাড়া চললে সবাই আনবে টেনে অশান্তি।


তাই বলি আইন মানো সবাই আইন জানো
আইন মানার অভ্যাস করে শান্তি বয়ে আনো।
যে যা বলুক লোকে আইন ছাড়া ভাই
বাঁচার উপায় নাই রে কোনো বাঁচারে উপায় নাই।
.
"সঞ্জয় কর্মকার"
.
কইলে কতা মুখ খুলিলে; খুলবে জটের সুতো
বাবু আমার মুখ করি ভার মারবে আমায় জুতো।
আইন যারা রক্ষাকারী আজ যে তারা চোর
ঘুষের টাকায় হিসেব করেন সবাই ঘুষ খোর।
এর কাঁন্ধে ওর ঐ হিসেব জেলের ঘানি টানা
বেইমানের ঐ দেশ মানেতে তারা সবাই কানা।
কইলে কতা কইছি আগত মুখরা হবেই ভারি
বেবাক লোকের স্বত্ত্বা হরণ বাবুর জুড়ি গাড়ি।


"শিকদার ওয়াহিদুজ্জামান"


হা হা হা হা
অনেক সুন্দর
খুব ভালো লাগলো
ধন্যবাদ
ভালো থাকুন।


"সঞ্জয় কর্মকার"


নীতির কথা বালাই ষাট তোমরা করো বলো হরি
হরিবোলের দিন জমানায় পাইসা তুলো কাড়ি কাড়ি।
আইন তো আজ খেলনা যেমুন; কইছে কবি তনুর হাড়
আখের গুটায় নিজের ভুঁড়ি আজ তোমাদের দরবার।
দেশের দশের হালটা করুণ তোমাদের ওই ঈমান তল
বুঝবে সেদিন গড়বে যেদিন কর্মকার ওই অগ্নি দল।