ও তোর দূয়ার হতে-যদি কোন ফুল ফোটে –
             হৃদয়ের কিনারায়-
          চোখে ভাসি বানভাসী –
             হৃদয়ের দরিয়ায়।


   সে ফুলে মালা গেঁথে -হৃদয়েতে অন্তরে-
             সুবাসেতে বুকে ধরে-
            আকাশেতে দুর নীলে-
              গগনেতে প্রাণ।


    কাব্যেতে মনপাখি-কবিতায় মাখামাখি-
            সে মালারই ছবি আঁকি-
                 মন পাতা –
                  আঙ্গিনায়।


      সুদূরেতে কিনারেতে-উল্লাসে মন মাতে-
             সুবাসেতে সুবাসেতে-
                   পরিনয়।


        জীবনের জর্তুগৃহে-সংসারে প্রাণ দিয়ে-
             বহু দুখ মাথা পেতে-
                   সম্ভাষণ-


         তারি লাগি কাঁদি ফিরি-বন্ধনে মন ধরি-
                 কবিতার গান।


            সেই গানে তৃপ্তি-পরিতৃপ্তি-
                  জীবনেতে-
                     ইন্ধন।


        কথা মালা জপ করি-সাধনেতে হৃদ ভরি-
                    ভালবাসা-
                      বন্ধন।


        যেন প্রাণ ডুবে যাই-আকাশেতে উড়ে যাই-
               হৃদমাঝে আলো পাই-
                যেন আমি লিখি নাই-
                  লিখে দ্যান ঈশ্বর-
                       পরমেশ্বর।


        হে প্রভু দয়া তোর -বিভোরেতে আমি ঘোর –
             হৃদয়ের মন্দিরে-বহু দুখ বহু ব্যথা –
                     হেথা যেথা-
                        বন্দিরে-


        ডুবে যাই ভেসে যাই -তোর সেই দানেতে-
                       পরমনম্দ।


          তাই কর জোর করি-প্রনামেতে মন ভরি-
            কবিতায় কবিতায়-ভাবনায় ভাবনায়-
           যেন ঝড় মনোবুলি-গহনেতে প্রাণ মিলি
                   কাব্যেতে কথা বলি-
                      হৃদয়ের আঙ্গিনায়।


         ও তোর দূয়ার হতে-যদি কোন ফুল ফোটে –
                      হৃদয়ের কিনারায়-
                   চোখে ভাসি বানভাসী –
                      হৃদয়ের দরিয়ায়।