Sanjay Karmakar
  · 5d ·
১।
দেখেই ছেলে ভিরমি খেলে বুড়োর বয়স আশি,
শ্বাস গেলো তার রুদ্ধ হয়ে হলেন নরকবাসী।
আত্মা বুড়োর চমকে উঠে যমের শুনে রায়,
স্বর্গে পাঠান যম মহারাজ ধরেন হাতে পায়।


যমের দেশে সর্বনেশে আইন ভীষণ কড়া
যম মহারাজ নিদান দিলেন তাইলে হ'রে ভেড়া।
ভেড়ার বেশে ফিরলো বুড়ো দুই জাহানের দেশে
ম্যা ম্যা বলে চেঁচায় এখন নিন না খানিক হেসে।


২।
অবাক হবার ব্যাবাক কথা শুনতে লাগে বেশ
কিচির মিচির রব ধ্বনিতে কানটা হলো শেষ।
পাখির দেশে গেলাম ভেসে পাখনা আমার মন
বউ কথা কও খুঁজছি শুধুই কুথায় পাবো কন!!


পাইলে ভালো নইলে জেলো জলটা হবে ঘোলা
চাতক যেমন চাইতে বারি ছুঁচোই হবে গেলা।
গেরাম খানি বেশ লেগেছে আস্ত ঘুঘুর বাসা
আজ হতি রণ খতম ভয়ো-শুধুই ভালোবাসা।