বেদম শীতে কাঁপছে ভূ-লোক থর থর থর থর
তুষার তুহিন হিমেল হাওয়ায় বস্তি নগর ঘর।
ঘোরেল বাতাস হিস হিস হিস ছোবল মারে দেহে
রেশমী চুলে দিঘির ধারে আগুন জ্বালে কে হে!


জীর্ণ পোষাক বেশ ভূষাতে নাই তো পশম ছোঁয়া
দুহাত সেঁকে আগুন মেখে মাগছে রে ভাই দোয়া।
মলিন দেহে শীর্ণ শিশু কাঁদছে মায়ের কোলে
হিমেল বাতাস ঝঞ্ঝা তুফান কুপিত ক্রোধিত বোলে।


হে আল্লা ঈশ্বরেতে নাই কী বিচার বিধি!
কোন সে পাপের সাজায় বলো ক্রোধিত তুমি নিধি?
তোমার দানের স্বর্গ ধামে বিষমতার বিধায় কেনো!
উচ্চ নীচের বিভেদ প্রবল নিত্য মানুষ মরছে হেন।


কেবল মূরত তাই কী তুমি বিগ্রহতেই লিপ্ত রও
রহিস সহিস সাহেব সুবোর ঘরেই শুধু দীপ্ত হও।
হায় অভাগী ভোল রে তারে শাপ তাপেতে বিঁধতে চল
মানবো না আর শোষণ পোষণ চল রে বানাই অগ্নি দল।


জাতার কলে রইবো না আর চল রে আজি শপথ করি
বিষমতার বিষ মোচনে ধরায় আজি স্বর্গ গড়ি।
চাইবো না আর ভিক্ষে মোরা ছিনিয়ে নিতেই বাহুর বলে
বিদ্রোহের ই বীজ বুনে দি কোণায় কোণায় অগ্নিদলে।


শোন রে মালিক সমাজপতি এক সে আকাশ এক সে তল
এক ওই দেহ এক ঐ ধরা স্বত্বে সবার এক ওই বল।
শঠ শঠতায় গড়লি সমাজ মানবতার সে গান ভুলি
শোন রে আজি দলিত গরিব লইবো হাতে অস্ত্র তুলি।


জীবন যেথায় শক্ত থাবায় শোষণ পোষণ জাতার কল
কর্মকারের হাত ধরে শোন গড়বো মোরা অগ্নিদল।
অগ্নিদল অগ্নিদল অগ্নিদল।