Sanjay Karmakar
t6S0pJa5unu1fsft nofwc7f3gedi9  ·
"এই রে বাছা"


এই রে বাছা কেনই বাহার প্রেমের বাগের অলি
গরিব হয়ে রাজার দুয়ার; প্রেমেই মেতে গেলি!!
আজ আধুনা প্রেমের সে দ্বার
গরিব যারা পায় না পার,
ও ছেলে তুই বাঁচতে গেলে; ছাড় রে কুসুম কলি।


Sanjay Karmakar
5 mins  ·
"অমানুষের দেশ"


সেই, তারা না থাকলে; দুনিয়া কী আর রয়
প্রেমের বাগে কুসুম কুসুম মলয় সে বায় বয়!!
নারীর প্রেমে মত্ত নরে
আগুন দিয়া জ্বালায় মারে,
অমানুষের দেশ মানে আজ; যোগ্য সে আর নয়।


Sanjay Karmakar
18 mins  ·
"যাত্রা"


কি হবে কি জীবন নিয়ে দু চার আনা পল
রইবে কী আর ধন আর নারী, খাটবে কি আর বল!
মরণ এলে সব ওই ফেলে
যেমন সে মাছ ধরছে জেলে,
সব ওই ফেলে যাত্রা উপর, রইবে না দ্বেষ ছল।