Sanjay Karmakar
badge icon
Founding Members
· JuglmtsitSponsfoS rennSoowd  ·
"অমর গাথা", আঠাশ তম পর্ব


হেমচন্দ্র কানুনগো, তার সে প্রেমের কথা
বিপ্লবী বীর সেলাম তোমায় অমর তোমার গাথা।
বিলেত হতে বিশেষ সে ধন বোমায় নিহিত তায়
শিষ্য তুমি অরবিন্দের; সুবাস
তোমার বায়।


বিপ্লবের ওই ধারায় মাতে অযুত নিযুত প্রাণ
ধন্য সে জন দেশপ্রেমিক কুর্নিশে গাই গান।
লাল বাল পাল স্বদেশ প্রেমিক গড় সে চরণ ভূম
তাদের সেবায় ধন্য দেশের; বৃক্ষ
লতা দ্রুম।


চন্দ্রসেন আজাদ তুমি ভগত সিং এর গুরু
তোমার নীতি বক্ষে লয়ে পথ চলা তার শুরু;
আয়রন ম্যান বল্লভভাই; সেলায় তোমায় গড়
সেবায় তোমার ধন্য এ দেশ; পাহাড়
সমুদ্দর।


অনুশীলন সমিতি; ব্যামের আসর, আড়াল কিছু আর
বিপ্লবের ওই প্রশিক্ষণের কেন্দ্র তাহার দ্বার।
অস্ত্র আর বোমায় তাহার লক্ষ্য স্বরাজ ভূমি
সে জন তারা স্বদেশ প্রেমিক; পদ যে
তাদের চুমি।


বীরের গাথায় ধন্য এ দেশ দীপ্ত সে তার সুর
মোহিত যে হয় হৃদয় সে ভূম; ব্যাপ্ত বহু দূর।
তোমার সেবায় চাই গো মাতে জীবন মরণ পণ
ভ্রষ্টাচারের জড় পতনে; সাধবো
কঠিন রণ।


অমর তোমার বীরের গাথা পুণ্য এ ভূম তল
উদার তোমার বক্ষ মাগো গগন বায়ু জল;
জন্মে মাগো এ ভূম তব আঁচল তলে মাতা
ধন্য যে হই লালায়িত হই; লিখতে
অমর গাথা।
___________________________________


"অমর গাথা", সাতাশ তম পর্ব
(আজ থেকে আবার নতুন করে শুরু করলাম। পিছনের গুলি আলাদা রইল)


লর্ড কার্জন গর্জন তার বঙ্গ ভঙ্গ তায়
রুধিল সে রায় আন্দলনে; উন্মত্ত জনতায়।
উড়িষ্যা অবোধ পৃথকীকরণ; হিন্দি বিহার যথা
বিভেদের ছলে লিখিত সে গীত, বেদনার
কতকথা।


জালিয়ানওয়ালা বাগ রক্তে রাঙা; তোমার চরণ মাতা
নিশীথ যেথায় ছাইলো ভুবন ঘৃণিত সে কাল কথা।
কুখ্যাত সেই জন সে জাতি; কাপুরুষের কায়
শস্ত্র বিহীন নিরীহ সে প্রাণ; মারলো
তাদের হায়।


ব্যথার ভুবন অশ্রু নীড়ে ঘাত সে প্রবল অতি
রইলো না আর বদ্ধ দুয়ার ভারত সে ভূম জাতি।
জৈন শিখ বৌদ্ধ কিবা হিন্দু মুসলমান
এক সে সুর ঐক্য নাদ; গাইলো
দেশের গান।


রবির তেজের তাজ সে শিখর; তাদের দেওয়া মান
ত্যাগ সে ভূষণ; নাইটহুড, স্বদেশ প্রেমের টান।
ফরিয়াদের ফল্গু ধারায় অহিংসার ওই ব্রত
বাপুর ছায়া ব্যাপ্ত ভুবন; হানায়
অবিরত।


সুভাষ তাহার স্বাধীন স্বরাজ দ্বীপ সে বলয় তায়
স্বাধীন ভারত ধ্বজা ভূমের উদিত পতাকায়।
আজাদ সেনা দেশপ্রেমিক বন্দে তোমায় মাতা
সে পল স্মৃতি ধন্য অতি; অমর
তাদের গাথা।


সীমান্তের ওই সিপাই তোমার; গান্ধি সীমায় তিনি
খান আবদুল গফ্ফর খান; রই যে অনেক ঋণী।
তাহার সেবায় তাহার ব্রতে ধন্য তুমি মাতা
হৃদয় জড়ায় তাদের সে দান; লিখিত
অমর গাথা।