Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JfeeotSusant SpioSnnsordowed  ·
দেশাত্মবোধক লেখা, "অমর গাথা", দ্বিতীয় পর্ব


তোমারি উদার দানেতে জননী আননেতে সুখ বহে
শক হূন দল পাঠান মুঘোল; হর্ষে হেথায় রহে।
পারসিক জৈন শিখ ও ইসাই হিন্দু মুসলমান
নিজ নিজ জাত বোধ ও বিধায়; সুষমায়
জাজ্জ্বল্যমান।


অপার করুণা সুখো প্রদায়িনী, মহিমা তোমার ই গাহি
দীনতা নাহি গো হৃদ সে অবাধ ভাতৃ প্রতিম রহি।
গঙ্গা যমুনা তিস্তা কাবেরী সরস্বতী করতোয়া
প্রেমের ই সুহৃদ তাজ সে মহল; স্নেহেতে
নিগূঢ় গড়া।


কাঞ্চনে হেম নিহারি তোহারি অখিলে বাহিত ছায়
ভূম সে আকরে জমিনে জড়িপে স্তব্ধ চকিত হায়।
মুখরিত রব রবিরো তেজেতে ভাস্কর চিরায়ত
শান্তি সমীপে নবারুণে দায় ধরিতে
আপনো ব্রত।


ব্রততী হেথায়ে কোমলো কায়েতে নিদাঘে নাহিকো বায়
কোমলো শায়িত স্নিগ্ধ সে প্রাণ হরিতে কামিনী ধায়।
হেথায় জননী জড়ায়ে স্নেহেতে প্রেমের সে নদ বহে
ভায় ও মায়েতে আকরে নিগুঢ়ো ভালোবাসা
প্রেম দোহে।


শ্যামলে কোমলে হরিয়াছো হৃদ বন্দে তোমারি মাতে
আঁচলো বিছায়ে কমলো কলিতে দিবা কিবা রাত গতে।
তোমার ই কৃপার ই সিঞ্চনে প্রাণ সুজলাং রহি মাতা
ধ্বজা তোমারি জড়ায়ে কায়েতে রচিতে
অমর গাথা।


যাহারা পূর্বের খন্ডটি পাঠ করেন নি তাদের জন্য নিচে দিলামঃ-


"অমর গাথা", প্রথম খণ্ড


কি অপরূপ রূপ সাধিলে জননী অরূপ রতন কায়
পাহাড় ঘেরা ভূম সে শ্যামল; ঝর্ণা মোহিনী বয়।
নদ নদী প্রাণ স্নিগ্ধ বনানী; সাগরের তট ভূমি
মিলন মেলা সে বিবিধ মাঝেতে ধন্য;
হে মা জননী।


তোমারি উদার কোমলো কলিতে প্রশান্তির ঐ ছায়
নীহারিকা গনে গগনো বিছায়ে তোমারি পানেতে ধায়।
হরিত বরণে হরিয়াছো হৃদ বক্ষে তোমারে ধরি
কনকো সে ভূম শস্য রাজিতে মহল
সোনার গড়ি।


অবারিত দ্বার দ্বারকা তোমারি পুণ্য সে ভূম তুমি
তোমারি ধূলিতে রেণুতে রেণুতে আকাশ তোমায় চুমি।
হেথায় পাঠান হেথায় মুঘল সিন্ধু সে বীর গাথা
ধ্বনিত রাহেতে তোমারি বায়েতে ইতিহাস
কতকথা।


শৃঙ্খলে প্রাণ অশ্রু মোচন দুখ সে দিনের পল
শত কত বীর সন্তান সবে গড়িলো স্বরাজ দল।
ফরিয়াদ তাহে গগনো ভেদিলো রাজ সে উঠিলো কাঁপি
অনুনয় নহে পূর্ণ স্বরাজে মেলিতে তাহারি
ঝাঁপি।


শাশ্বত প্রণয়ে হরিয়াছো হৃদ বন্দে তোমারি মাতে
আঁচলো বিছায়ে কমলো কলিতে দিবা কিবা রাত গতে।
সুষমা তোমারি সমাহিত প্রাণ লালায়িত নহি মাতা
ধ্বজা তোমারি জড়ায়ে কায়েতে রচিতে
অমর গাথা।