Sanjay Karmakar
badge icon
Founding Members
· tSproJorusnt sncnoremedhowr  ·
"অমর গাথা", সাতাশ তম পর্ব
(আজ থেকে আবার নতুন করে শুরু করলাম। পিছনের গুলি আলাদা রইল)


লর্ড কার্জন গর্জন তার বঙ্গ ভঙ্গ তায়
রুধিল সে রায় আন্দলনে; উন্মত্ত জনতায়।
উড়িষ্যা অবোধ পৃথকীকরণ; হিন্দি বিহার যথা
বিভেদের ছলে লিখিত সে গীত, বেদনার
কতকথা।


জালিয়ানওয়ালা বাগ রক্তে রাঙা; তোমার চরণ মাতা
নিশীথ যেথায় ছাইলো ভুবন ঘৃণিত সে কাল কথা।
কুখ্যাত সেই জন সে জাতি; কাপুরুষের কায়
শস্ত্র বিহীন নিরীহ সে প্রাণ; মারলো
তাদের হায়।


ব্যথার ভুবন অশ্রু নীড়ে ঘাত সে প্রবল অতি
রইলো না আর বদ্ধ দুয়ার ভারত সে ভূম জাতি।
জৈন শিখ বৌদ্ধ কিবা হিন্দু মুসলমান
এক সে সুর ঐক্য নাদ; গাইলো
দেশের গান।


রবির তেজের তাজ সে শিখর; তাদের দেওয়া মান
ত্যাগ সে ভূষণ; নাইটহুড, স্বদেশ প্রেমের টান।
ফরিয়াদের ফল্গু ধারায় অহিংসার ওই ব্রত
বাপুর ছায়া ব্যাপ্ত ভুবন; হানায়
অবিরত।


সুভাষ তাহার স্বাধীন স্বরাজ দ্বীপ সে বলয় তায়
স্বাধীন ভারত ধ্বজা ভূমের উদিত পতাকায়।
আজাদ সেনা দেশপ্রেমিক বন্দে তোমায় মাতা
সে পল স্মৃতি ধন্য অতি; অমর
তাদের গাথা।


সীমান্তের ওই সিপাই তোমার; গান্ধি সীমায় তিনি
খান আবদুল গফ্ফর খান; রই যে অনেক ঋণী।
তাহার সেবায় তাহার ব্রতে ধন্য তুমি মাতা
হৃদয় জড়ায় তাদের সে দান; লিখিত
অমর গাথা।