Sanjay Karmakar
badge icon
Founding Members
  · stiSJusaeiutp eSonnsolorewd  ·
যুগল মানবতাবাদী আধ্যাত্মিক লেখা, "অনুভব"
.
"সুপর্ণা"
.
"শেষে পরের ঘরের দাসী আনলি হতভাগিনী"
দাই মা গজগজ করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন।
অন্য বৌয়েরা মুখ চাওয়াচাওয়ি করল
কেউ বা মুখ টিপল।
.
আর সদ্য হতভাগিনীর পরিচয় পাওয়া মেয়েটি
এক অব্যক্ত যন্ত্রণার আনন্দে সদ্যোজাতের কান্না ঘিরে রইল।
সে কান্না "মা" এর প্রকাশ।
সে কান্নায় সকল ব্যথা ম্লান হয়ে যায়।
সে কান্নায় নারী পুরুষ ভেদ নেই-
সে কান্নায় শৈল্পিক ঐশ্বর্য, বিলায় জীবনের পূর্ণমান।
.
"সঞ্জয় কর্মকারঃ-
.
"জীবন তো দুই পল কাল সে তো শেষ নাই
কেহ তাহা বোঝে কি গো! তাই, দিকে
দিকে কান্নাই।
.
আমি কাঁদি নি কো জেনো মৃত আমি সত্ত্বা
আঁধারের সাথে প্রীতি, পেয়েছি সে
বারতা।
.
বোধ মোর কিছু নাই জরা কি বা জীবনেতে
কিছু নাই চাওয়া পাওয়া; কারু কাছে
হাত পেতে।
.
একদিন দেহ যবে মিশে যাবে আঁধারেই
সুখী হব সেই দিন, লীন হয়ে
তাতে সই।"