প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজে (বিনিয়োগ) ১৩০ কোটি ভারতবাসির পাঁচ পয়সার উপকার কি হয়েছে একজনার ও! এই বিপুল পরিমান ধনরাশি ব্যাঙ্ক আর বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্টান কি আগামী দুই বছররের ভিতর এই টাকা ব্যবসাদার বা ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ করতে পারবে বলে আপনি মনে করেন যেখানে দু দশ হাজার টাকার লোন নিতে গেলে ব্যাঙ্ক ম্যানেজার রা মনে করেন তাদের বাপের টাকা তারা দিচ্ছেন। জুতার সোল কয়টা ক্ষয় হয়ে যায়! আরও অনেক কিছু বলবার ছিল তবে সেগুলি শুনতে গেলে পয়সা লাগবে। জনগন শুধু ২০ লক্ষ কোটির গল্পই শুনলো, আপনি কি সেটাই মনে করেন?


যেদিন অরথ!নৈতিক প্যাকেজ ঘোষনা হয় সেদিন একটি কবিতা লিখেছিলামঃ


রম্য ছড়া কবিতা, "কোটির খেলা"
- সঞ্জয় কর্মকার
"কোটির খেলা".


রাতকামিনী মন্দাকিনী ভীষণ জ্বরে কাবু
তালের পাতায় সিদ্ধ কচু পচায় রাঁধে সাবু।
রাধে রাধে অনেক সাধে তাও দিল নি রা
রামুর চাচা তাল কানা সে লাঠির দিল ঘা।
ঘাসের ডগায় শিশির জেমুন জ্বলজ্বলিয়ে জ্বলে
রামছাগলের নাতির দেশে সবুর মিয়ার কলে।
আস্ত পাঠা শলার ঝ্যাটা এমুন দিল মার
দশ গাঁয়েতে চর্চা তার ই খুললো মনের দ্বার।
দ্বারীর দেশে বাজলো সানাই ঘড়ির কাটায় আট
বললো দু দশ; বিষ লক্ষ; কোটির খেলায় মাত।


কবিতাটির মাহাত্ম কতটুকু?