(সম্প্রতি ভারতের চন্দ্র অভিযানের ব্যর্থতায় ক্ষোভের বহিঃ প্রকাশ জগৎ সৃষ্টিকারী বিশ্বকর্মার ওপর বর্ষিত)


বিশ্বকর্মা বেইমান; শয়তানের হাড্ডি ভায়া
তার নাই কো গরিব প্রীতি, তাদের প্রতি
মায়া দয়া।
তাই করি না আশা তার ঐ, চাঁদের বুকে বিক্রমেতে
নাসার দেশে তার তো বাসা, চায় যে পূজা
আসন পেতে।
হা ভাতারে ভারত মায়ের, সর্বহারার দল যে ভাই
আতুর ঘরের সজ্জাতে তার, একটুকু নাই
লজ্জা টাই।
তাই ভুলে যাও তার ঐ স্তুতি, বজ্জাতের ঐ ছলের কলা
করবে না সে দয়া মায়া, লম্বা ল্যাজের
দেখায় কলা।
কলার মোচা স্বাদ মিটিয়ে, ঘন্ট রাঁধো আজ ই
পাজির পাজি, পা ঝাড়া ঐ, ফেলো তার ঐ
তাজ ই।


(বিঃদ্রঃ পাজির পা ঝাড়া কথাটা আমার মার থেকে শেখা। ছোট থেকে বড় হওয়া অবধি মা আমার ওপর রেগে গিয়ে মাঝে মধ্যেই এ কথাটা বলতেন)