Sanjay Karmakar
  · JtluossdSaftp hocnonsolsredw  ·
যুগল বিবিধ কবিতা,"পাকুর কি বা বট"
"শ ম শহীদ"


ধর্মের চেয়ে কর্ম বড়ো-
যদি কর্ম সঠিক হয়,
যদি কর্ম মানবতার
আলো ছড়ায় জগৎময়!


মানুষের মাঝে স্রোষ্টা থাকে
এই ধারনা মিথ্যে নয়,
মানুষ খুশী- স্রোষ্টা খুশী-
তবেই হবে ধর্ম জয়!!


"সঞ্জয় কর্মকার"


বেশ বলেছো খাসা বাবুই পাখির বাসা
শুনলে তারা বলছি দাদা করবে দারুন গোসা।
ধর্ম কলে ওদের জালে ছেদ কেনো ভায় করো?
হর এক দিন ই নানান ছলে কেনই পিছে পড়ো!
কাল বলেছো চোর তার কাটেনি ঘোর
কাটা ঘা'এ লবন ছিটায় আজ খুলেছো দোর।
ধর্ম ওদের ব্যাবসা জেনো সামনে দেবারতি
পিছন পানে গোপন সে দ্বার হয় গো বজ্জাতি।
বাবা চ্যালা আছে মেলা সুক্ষ তাদের কাজ
দেশ আর প্রবাস শাসন তাদের জঙ্গি বানায় আজ।
তাই কেঁদো না ধেড়ে খোকা স্পিকটি করো নট
ধর্ম জেনো শাঁখ আর ঝুড়ি পাকুর কি বা বট।