পন্ডিত উঠিল; বৈঠা মাঝি ঠেলেই চলে জলে
ছলায় কলায় বিপ্র তাহে প্রশ্ন করেই
চলে।
কইলো মাঝি জানিস কী তুই গীতায় কী তায় কয়?
কইলো মাঝি না বাবু না
সে সব অতি-
শয়।
বামুন কহে অর্ধ জীবন কাহন রে তোর ভায়
বেদ কী জানিস; তার সে বাণী সেথায়
কী সে কয়?
অজ্ঞ রে তুই তোর জীবনের বারো আনাই বৃথা
কইতে কথা মাঝ নদীতে; পৌছে গেল
যথা।
হটাৎ কালো ঘনায় আকাশ; বজ্র করক অতি
উথাল পাথাল উঠলো যে ঝড়
প্রাণ যাওয়ার ই
গতি।
মাঝি কহে বামুন দাদা; সাঁতার জানেন বাবু?
জানেন না! আমার তো স্রেফ বারো আনা,
আজ যে তোমার;
ষোল আনাই
কাবু।