বিবিধ ছড়া কবিতা"পাপ"


দম কি ব্যোম বোল রে বোল!
               সন্ধ্যা হলো কলি;
কোমর কষে দারুন রসে
         উঠলো সবাই দুলি।


খোল নলচে সবই রাজি
              কানটি করে খাড়া;
হটাত কেন ঝড় উঠিলো
          বল রে হতচ্ছাড়া।


ঝড় তো বাপ উড়ায় নিতেই
                 শ্বশুর তার ঐ ঘুম;
তিন্নি জামাই দিলই কামাই
              কাঁপন দিল ভূম।


ভুলতে কি আর সেই সে দিনের
                জ্যান্ত কথাকলি;
ডুগডুগি রব বাজলো সেথায়
             লগ্ন গেল চলি।


নারুর বাপে তার ঐ নাতি
              মোসাহেবের বাপ;
গলায় ঝুলায় দিলই তারে
          সেই দুয়ারের পাপ।


কম্পিউটার খারাপ। অনেক কষ্টে পকাশ দেওয়া।