Sanjay Karmakar
Rising Star  · YuetatseeteardaSye aShmpsonesotrfo 8:eudrlh3d0 PeMd  · Shared with Members of বাংলা কবিতা - ভারত


(আজ অনেক ব্যাস্ত ছিলাম সকাল থেকেই। বাহির শহরে গিয়েছিলাম , এইমাত্র আসলাম। তবে অনেক রাত অবধি সবার লেখাই পাঠ করবো। যদি ঘুমিয়ে যাই তো অনেক সকালেই)


"পার্বর্তী দুই"
(লেখাটির দুটি পঙক্তি বাংলা কবিতা-ভারতে লেখা বাকিটা সরাসরি এখানেই)


বর্ষা সে মেঘবতী কন্যা সে চপলা
অভিমানে গোঙরায় গুরু গুরু হল্লায়
হয় সে যে উতলা।


কেঁদে দুখে ভাসে প্রাণ যেন সে যে শয়তান
লাবণ্যে  সে যে উমা জীবনের
গায় গান।


তারি গানে কিশলয়ে ফুল ফোটে অনিবার
বড় ভালো বাসি তারে; চাহি তারে
বারে বার।


বাড়ি ঘর ধৌত তার ই দয়া দান যেনো
ফসলের মাঠ ঘাট তারি গানে
সোনা শোনো।


কুহকের বীণে ধরা মেতে রয় তারি গানে
প্রেম তরু ডানা মেলে; খরা তার ই
অবসানে।


আমি কবি গুঞ্জনে গীতি তার ই রচি প্রাণ
সে তো মাতা পার্বতী; শেষ নাই
অবদান।