(কবিতাটি আসরের শ্রদ্ধেয় কবি শ.ম.শহীদের প্রতি নিবেদিত)


কান্ত দাদা শান্ত কখন! ভোট গেলে ঘোট করে
চাকরি দেবার নাম করে ছল, নোটের জোগান ঘরে।
ছল চাতুরি তার ঐ পেশা
যেমন আমার কাব্য নেশা,
কেল্টো তিনি তার ছলেতে, হাঁদা ভোঁদা মরে।


হাঁড়ির খবর খসলো যখন সেই আকাশের তারা
বাঁধলো জোট সবাই মিলে হতভাগা যারা।
ছিল ছিলানী মার পিটুনি
ফিটিং ফাটাং হলোই পানি,
জেলের ঘানি টানতে হরি, কান্ত গেলই মারা।


"ভোটের পরে"


ভোটের পরে কলের পাড়ে মোতি ঝিলের ধারে
সেদিন হটাৎ ফাটলো বোমা অনেক মানুষ মরে।
সবাই বলে গৌড় নিতাই
করলো এমন কান্ডটাই,
হাজার পুলিশ লোক লস্কর, ছিপ দিয়ে মাছ ধরে।


ছিপ খেল সে রাঘব বোয়াল যায় কী তাকে তোলা
কী আর করা ছিপ ফেলে ঝপ পড়লো ধরা ভোলা।
ভুল ভুলানী স্বভাব তার ঐ
তাকে দিয়েই ভাজলো খই,
নাটের গুরু রাজার রাজা, খাচ্ছে দোলায় দোলা।