Sanjay Karmakar


  ·
dp
n
0
u
J
t
f714

w
gf
o
s
66hlta  ·
বিবিধ লেখা,"পুলিশ"
- সঞ্জয় কর্মকার


সবাই যখন, মত্ত পূজোয়, মন্ডবেতে ভিড়,
তখন সেথায়, পুলিশ রূপে, যুদ্ধ করে বীর।
ঘর পরিবার, স্বপ্ন অনেক, বিদ্ধ অনেক বুকে,
সব ফেলে রয়, পথেই জীবন, রাখতে সবায় সুখে।


জীবন বাজি, রাখতে রাজি, দিন আসে দিন যায়,
তার সে জীবন, সেবার সদন, কেউ কী বোঝে হায়!
সবাই যখন, মগ্ন ঘুমে, স্বপ্ন দেশের রাজে,
চৌকি থানা, ব্যস্ত নানা, বিবিধ সে তার কাজে।


রাত্র দিবায়, তার ওই সেবায়, ঝঞ্ঝা রহিত প্রাণ,
কেউ কী বোঝে, দুঃখ তার ঐ; খেদের বহে বান।
পুলিশ সে তো, দানব নহে, নয় সে রহিত প্রেম,
প্রেমিক সে মন, পুলিশ তাহার; কর্ম সে তার হেম।


উদাস জায়া, একলা চলা, পায় না পাশে স্বামী,
ঘর পরিবার, রয় পিছে তার; কর্ম সে তার দামি।
পুলিশ যেমন, ভৃত্য তেমন, রাজনীতির ওই কলে,
বিচার সে তার, হরণ সে তায়; তাদের ছল আর বলে।


অধীনতার ব্যাপ্ত গরল, অমানিশার ছায়ে,
লক্ষ টাকার, চাকরি তোমার, ভ্রষ্টাচারের নায়ে।
বাতাস বহে, অগ্নি স্বরূপ, শ্যাম না সে কূল রাখো,
পুলিশ তুমি, ফুলিস আজি; পাও না নিতে বাঁক ও।


পুলিশ তুমি, দুয়েছো অনেক, সোনার বলদ তায়,
রশি কশে মার, খেয়েছো অনেক, রাজনীতির আঙিনায়।
পুলিশ তুমি, গগন তোমার, চাঁদ ছোঁয়া, আসমান,
বিদ্রোহে তাই, রুখে দাও আজ, কেড়ে নিতে সম্মান।


পুলিশ তুমি, নয় কো দানব, মানবিক মনা তুমি ,
তোমার সেবায়, ধন্য ধরা, ধন্য ভারত ভূমি।


(লেখাটি একজন পুলিশ অফিসারের অনুরোধে লেখা।)