সুখের সে দিন আর পাবেনা-পালা বদল গান
শীত গ্রীষ্ম বর্ষা বাদল, প্রকৃতির ঐ
দান।
হারিয়ে গেছে শস্য শ্যামল-বৃক্ষ তরু ছায়
শুষ্ক বদন নগর শহর; প্রান্তরেতে
হায়।
তপ্ত মরু ঊষর প্রদেশ; কোথাও প্লাবন ধায়
আষাঢ় শ্রাবণ আগুন ঝরায়, বৃষ্টি নাহি
হয়।
বসন্তের ঐ স্নিগ্ধ সে সুর-বাগ বাগিচার কোল
সিক্ত শিশির শিউলি কোমল, নাই সে দোলার
দোল।
গলছে বরফ দুই মেরুতে-বাড়ছে সাগর জল
তুমুল নিনাদ সুনামির ঐ, বেলাভূমির
তল।
গ্রীষ্মায়ণে ভূ-তল আজি, কাঁদছে বসুন্ধরা
জীব সকলি, বৃক্ষ লতা, শ্যামল
মনোহরা।
আসুন দু হাত এক করি আজ গড়তে শ্যামল ভূমি
বন সৃজন করতে আজি, পণ সে নেব
দামি।