Sanjay Karmakar
  · doptoSrnse3t8l1l95mu1mnu3wt8i103mfohi4lJsm7g1l14 7lfg5uiuhcl  ·
পঙ্খ মেলি আয় রে খেলি


ক্যান রে মিয়া নরক কেনেই!! কী করেছিস পাপ
ছল আর কলে বাজিয়ে বেণু এগিয়ে কয়েক ধাপ।
তুই তো মিয়া বেশ রে ভালা
খাস না পাপের ভাগের কলা,
তাইলে কেনেই ভাবিস এমুন, করিস পরিতাপ??


উপর ভালা ভিতর কালা ইতর যারা হয়
ধান ভাঙিয়ে শিবের গানে মত্ত যারা রয়,
তাঁতির জালের বুনোট ফাঁদে
জীবন গেলে তারাই কাঁদে,
স্বর্গ তো পথ অনেক দূরে, নরক বাস ওই হয়।


তুই কাবলি ক্যান ভাবলি উদাস হলি মনে!!
তুই তো দিলের রাজার রাজা মত্ত মানব ধ্যানে।
সে পথ ওরে যাস না উড়ে
দুঃখ যতই থাক না দ্বারে,
পঙ্খ মেলি আয় রে খেলি, স্বর্গে যাবার পণে।।


বিঃদ্র- লেখাটি প্রিয় কবি শ.ম. শহীদের একটু আগেই প্রকাশিত কবিতা, "বলছি ভালো আছি" কবিতার কমেন্ট বক্সে এক্ষুণি লিখলাম কমেন্ট দিতে গিয়ে।