Sanjay Karmakar
pron13:627t21P1aM1amt1ly8M3 ·
(লেখাটি ড. শাহানারা মশিউর এর প্রতি উৎসর্গীকৃত। এমনিতে প্রেমের লেখা খুবই কম লিখে থাকি তবে তার লেখার অনুপ্রেরণাতেই লেখাটি লিখেছিলাম, তাই)


প্রেমের ডিঙি, নাও এ চড়ে, জীবন আমার চলা,
তুমি আমার, রক্তে মিশা, আমার চলা বলা।
তোমায় নিয়ে, সাধবো জীবন,গড়বো প্রেমের গড়,
ও মেয়ে তুই, হৃদয় আমার, একটু সবুর ধর।


বিজন কানন বনের মাঝে, আলোর দিশা তুমি,
সিঁথিই দিব, সিঁদুর আমার, ধন্য হবে ভূমি।
অমানিশায়, ভাসলে এ মন, ভাঙন যদি ধরে,
ও মেয়ে তুই, পরাণ পাখি, আনবো তোরে ঘরে।


তোর ওই সনে, জীবন গানে, প্রশান্তির ওই বান,
আলিঙ্গনে তোমায় বেঁধে, গাইবো সুখের গান।
লাগাম ছাড়া, বল্গা বিহীন, উড়বো আকাশ নীলে,
বিহঙ্গের ঐ, ডানায় ভেসে, রইবো দুজন মিলে।


আমার তুমি, তোমার আমি, চুমতে তোমার মন,
জীবন ভরই, সাধবো তোমায়, করবো আরাধন।
দুঃখ এলে, দুজন মিলে, সাধবো সে দুখ অতি
ও মেয়ে তুই, আমার রাধা, আমি তোর ওই পতি।


সুখের দিনে, কুঞ্জবনে, তুই হবি মোর সাথী,
তোর বিনে মোর, জীবন বৃথা, ধরবো রে তোর, হাত ই।
তোর তরে মেয়ে, মরতে আমার, রইবে না মেয়ে খেদ,
তুই ই আমার, স্বর্গ নরক, পুরান কিবা বেদ।