Sanjay Karmakar


  · Just now  ·
রম্য ছড়া কবিতা, "পথে পথে"
.
(গত শুক্রবার পাটনা হাইকোর্টে আমার বন্ধুর কেসের ডেট ছিল। তার সিয়াজ গাড়ি নিয়ে বুধবার আমি সহ আরও তিনজন রওনা দেই পাটনার উদ্দেশ্যে। রাত তিন টায় মজফ্ফরপুরে টোল গেটে গাড়ি দাঁড় করিয়ে তিন জনেই টানা ঘুম দেয় ঘন্টা দুয়েকের জন্যে আর আমি মোবাইল নিয়ে বাইরে একজায়গায় বসে কিছু কবিতা পাঠ করি আর একটি কবিতা লিখি)
.
"একান্তে নির্জনে"
.
বসে আছি পথো পাশে একান্তে নির্জনে
বাতি জ্বালা গাড়ি সবে ছুটিতেছে পথ মানে।
রাতি প্রায় শেষ হলো শাখে শাখে হিল্লোলে
ত্বরা পাখি জেগে যাবে মধু সুরে কল্লোলে।
গানে গানে কির্তনে জাগিতেছে জনপদ
কালো রাতি দুরে যাবে তমসা সে হবে হ্রদ।
বাতায়নে ঝিলিকেতে রবি করে দিবে হামা
মানুষ ও যন্ত্র সে; শুরু হবে কারনামা।
যমুনাতে বয়ে চলে বারি তারি উল্লাসে
মৃদু স্বরে দূর হতে কল্লোল আসে ভেসে।
আমি চলি দূর পথ সাথী সবে ভাত ঘুমে
সেই ফাঁকে অবসরে; কবিতায় যাই চুমে।
.
(পরদিন হেয়ারিং চলাকালিন একবার কবিতার আসরে আসতে পেরেছিলাম কয়েক মিনিটের জন্য। সেই সময় লেখা একটি যুগল লিমেরিক)
.
যুগল রূপক কবিতা, "ভূত"
ডা.প্রদীপ কুমার রায়(সুশোভন কবি)
.
ঘারের ওপর চেপেছে ভূত তাড়াও তারে আগে
রামের নামে যাবেনা ভূত যাবেনা লক্ষণের দাগে,
সর্ষের ভূত বড়ো পাজি
করে নানান কারসাজি,
ব্যবস্থা নাও এমনতর যায় যেন ছেড়ে আগে ভাগে।
.
"সঞ্জয় কর্মকার"
.
ভূত এর বোঝা বড্ড বোঝা কাঁধের থেকে নামা
সাবান দিয়ে যায় কি ধোয়া! ঘষতে হবে ঝামা।
নইলে পেটো আসলি বোমা
ঢোড়া না হয় ময়াল গোমা,
এসব দিয়ে না হলে ভাই; দিতেই হবে আস্ত চুমা।
.
(ফিরতি পথে গত রাতে তিন টায় এক ধাবার গাড়ি দাঁড় করে তারা তিনজন এক ঘন্টার জন্য ঘুমাতে যায়, ধাবায় বসে সেই সময়ের লেখা)
.
"মদ প্রীতি"
.
বিহারেতে লাল গেড়ো মদ তদ কিছু নাই
বলো দেখি ওরে ভাই পানশালা কোথা পাই!
একে বলি ও কে বলি ভয়ে সবে দূরে যায়
ওরে ভাই মদ ছাড়া; কি করে যে ঘুম হয়!
বিহারের মদ প্রীতি ছিল ভাই দুধে ভাতে
কি করে কি যে হলো, গেলো সে তা গোল্লাতে।
একে একে চচ্চরি দুই তিন চার পাঁচ
তাই কি গো হয় বাপু; মদ ছাড়া বলে বাঁচ।
বাঁচা কি গো এত সোজা মদ ছাড়া দিন চলে!
রাত দিন দুধ খেলে কবিতা কি কথা বলে?


আম গাছে আমড়া তাই কি গো হয় বলো!
মদ খেতে বাংলাতে শিলিগুড়ি ত্বরা চলো।
সখা সবে গাড়িতেই নাক ডেকে কাটে বেলা
আমি কবি সেই ফাঁকে কবিতায় করি খেলা।