"প্রলয় দিন"


গরল বায়ে তপ্ত ধরা সৌর দহন তাপে
ধ্বংস গানে প্রলয় দিশায় আজ
মেদিনী কাঁপে।
বৃক্ষচ্ছেদে হারিয়ে শ্যামল কান্তি অমল নাই
বিমল শোভা হরিৎ ধরা কাঁদছে
আজি রাঈ।
উলট পালট ঋতুর ধারা দেশ হতে দেশ দেশে
কোথাও খরা বন্যা কোথাও জীবন
যেতেই ভেসে।
বাড়তি তাপে গলছে বরফ বাড়ছে সাগর পানি
শহর নগর গ্রাস করিতে করতে
শতেক হানি।
আজ এসেছে সময় চরম ভাবনাতে হই লীন
ধ্বংস সোপান পানেই ধরা আসতে
প্রলয় দিন।
আজ আহ্বান করতে লিখি জাগরণের গীত
ওঠো জাগো মানব সকল গড়তে
প্রাণের ভিত।


(হামিল্টনগঞ্জের একটি ছোট কাফেতে বসে লিখছি। কবিতার ফোল্ডার তো নেই। ভাবলাম এখানেই কিছু লিখতে হবে। পাশের দুটি কম্পিউটারে সাত আটটা বাচ্চা ভিডিও গেমস খেলছ। তাদের সেই হই হট্টগোলের মধ্যেই কিছু লিখতে হবে বলে লেখা।জানি না কী হলো)