Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
AtdaguScgpustotn 20 tmahsceontiir e7dd:o38dnsa mPMgl  ·
"প্রাণোচ্ছলের দেশ"


শৈশব বড়ই মধুর সরল সেথায় প্রাণ
ভাই ও বোনের প্রেমের মিলন মিষ্টি কলতান।
নাই কো সেথায় নকল মেকি হিংসা কী বা দ্বেষ
পুষ্প যেমন কোমল সে দল প্রাণোচ্ছলের দেশ।


ঐশী হেথায় বন্ধনের ওই প্রেমের ধারা বয়
নিত্য চাঁদের আসর তথায় ধন্য জীবন তায়।
মোহন সেথায় আচার বিচার মহান ধরাতল
উজল দিনের দীপ্ত কিরণ নাই ছলনা খল।


শৈশব বড়ই মধুর সরল সেথায় প্রাণ
ভাই ও বোনের প্রেমের মিলন মিষ্টি কলতান।


জীবন যেমন নদীর ধারা প্রশান্তির ওই সুর
নাই বেদনা নাই কো বিষাদ-স্নিগ্ধ সুমধুর।
স্বরগমের সাতটি সুরের মিলন সেথায় দিন
ইন্দ্রলোকের রূপ সে কথার তথায় বাজে বীণ।


দ্বারকার ওই দ্বার সে দুয়ার হৃদয় আঙিনায়
লহর তাহার ঝঙ্কারেতে হারিয়ে যে মন যায়।
ব্যথায় বিধুর জীবন আজি মুড়লে খানিক হায়
স্বপ্ন রঙিন সেই দিনেতে-দু-চোখ ভরে যায়।

শৈশব বড়ই মধুর সরল সেথায় প্রাণ
ভাই ও বোনের প্রেমের মিলন মিষ্টি কলতান।
নাই কো সেথায় নকল মেকি হিংসা কী বা দ্বেষ
পুষ্প যেমন কোমল সে দল প্রাণোচ্ছলের দেশ।