উঁচু নিচু উঁচু নিচু-উঁচু নিচু উঁচু নিচু-
      খানা খাল খাদে ভরা-
        ছবি এঁকে দিল-
             ঈশ্বর।


জীবনের গতি পথে-হাসি আর কান্নাতে
        বেদনাতে মন কাঁদে
       না পাওয়ার বেদনাতে
           এঁকে দিল-
              ঈশ্বর।


জীবনের গতি পথে-সুড়ি আর কন্দরে-
         ব্যথা ভরা বেদনাতে
         শুল যেন বুকে বেঁধে-
আঁকাবাঁকা গতিপথে-আঁকাবাঁকা গতিপথে
             এঁকে দিল-
                ঈশ্বর।


উঁচু আর নিচু মাঝে-খানা খাদ খাল মাঝে
          জীবনেতে সংঘাতে
          মন প্রাণ যায় ভেসে-
                কান্নায়।


বয়ে যেতে মানা নাই- জীবনেরই গান গাই
সুখ দুখ প্রাণে ধরে-দীপ্ত সে আলো করে
          হাশি মুখে সয়ে নিয়ে-
            জীবনেতে প্রাপ্তি।