"প্রেম"


দিকে দিকে প্রেমের বন্যা আর আপনি প্রেম দেখতে পাচ্ছেন না!
অবারিত সৌর আলো, চন্দ্রিমার মধুর কিরণ
প্রবাহিত নদীর স্রোতে জীবনের সন্দেশ,
ঝর্ণার উছল বারিতে প্রেমের সোহাগ.
ফাগুনের লাল আগুনে কৃষ্ণচূড়ার লাল বসন্ত
পরাগে অলির মিলন


কিংবা


সর্বহারা শিশুর সারমেয় সনে ডাস্টবিনের প্রেম কাহিনী,
ধন ধনীর, প্রেমের নিত্য আরাধন।
উষর জীবন কাননে জায়ার মুখরা উগ্র প্রেমের নিনাদ,
সন্তান হারা মায়ের গগনভেদি
আর্তনাদ।।


কোথায় নেই প্রেম।


"স্বাদ"


দিন কি বুঝে আলোর স্বাদ; কালোয় করাল রাতি
গ্রাসিতে মেদিনী আঁধার তমায়;
গরলেতে প্রতি-
ভাতি।
জল কি জানে সে ক্ষরার অনল মরুভুমে মরীচায়!
জীবন যেথায় করাল কঠোর;
স্থান নাহি মম-
তায়।
উদার আকাশ মরুত বায়েতে আরাধনে রচি গীত
প্রেমের আবহে হেলায় দলিতে;
দুঃখের সঙ্গীত।