Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · Janmguarogny7o 5 at 8:gm201 AMg6  ·
"প্রেমের ঢল"


থাকো তুমি তুমার সুখে ধন আছে যা দাও
প্রেম গুলে জিব নষ্ট করো কালির চুবন খাও।
আমার হৃদি পদ্ম গুলাব; নাই গা তার ঐ চাষের মাটি
ধন আর তার ওই লোভ পুষে মন, তৃপ্ত সুখে পরিপাটি।
প্রেম তো সাগর তার দরিয়া কেনেই খুঁজে মরতে যাবো
ধন আর মানিক তার ভারে ভাই এই দুনিয়ায় সবই পাবো।
পার্থিবের ওই ভূমের তলে সৌধ গড়ি মহল বাড়ি
আর কিনে নি রূপের রাণী, মধুর সে রস হাঁড়ি হাঁড়ি।
তুমরা ভালা পড়েই থাকো লুপ্ত প্রেমের বানের তল
আমি তো ভাই আছি  সুখেই, নাই কান্না প্রেমের ঢল।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · lJtan006Sua6r7fpyc 5 3nat 8:1931 rAdM  ·
"জুয়া চুরি"


হক কতা কও কেনে সুবে সুবে মধু গুলে
এই ধরা এমুনই সব মধু আছে ভুলে।
তাই পাছে ডুবে মরি নাই মোর সদ্ভাব
মধু কতা বলি মুখে অন্তরে কালো ভাব।
উঁচু চাই স্থান মোরা তাই করি হানাহানি
ছল করে জিতে নেই হালে নাই নাই পানি।
বাড়ি গাড়ি মহলের মোহ বড় আহ্লাদী
তাই দিনে রাতে মোরা সদা মোরা ফাঁদ দি।
কী বা হবে পরলোকে জানে নাতো কেহ ভাই
ইহলোকে সুখী হতে জুয়া চুরি করি তাই।


আগেই কম্পিউটার খারাপ হয়েছিল, দুদিন হলো ল্যাপটপ ও খারাপ। যে সারাই করে দেয় টাইম ই পাচ্ছে না আসার তায় আবার আজ একটু বাদেই কোচবিহারে যাচ্ছি, কারো লেখাই পাঠ করতে পারবো না আজ, মাফ করবেন।