Sanjay Karmakar
  · npSdser120h053sf97a0 r1u  ·


মহীয়সী, মহান আমার,
            ঐশী সে জন; মাতে,
আর কেহ নাই, ধরায় আপন,
            আমার জীবন খাতে।


মৌন মুখর, মন যে আমার,
              ডুকরে কাঁদে বুক,
মোল কী তাহার, দিতেই তারে!
              দিলেম কী আর সুখ!!


সবার সেরা, তাহার ধরা,
              মন ও মনন, তার,
জীবন নদেয়, অমিয় সে ধন,
              দ্বারকার ওই দ্বার।


সাধন পূজন, তিনিই আমার,
               অরূপ রতন ধন,
রইতে জীবন, তিনিই আমার,
                 দৈব আরাধন।  


মায়ায় তাহার, জীবন আমার,
                 জন্ম তার ঐ কোলে,
কেহই যে আর, নাই কো ধরায়,
                 আপন আমার বলে।


দু-চোখ ধারা, বইতে চলে,
                 কপোল উছলায়,
মা যে আমার, পরম সে ধন,
                 মা যে আমার দায়।

ক্ষমায় তিনি স্বর্গ সম,
                 পরম আমার ধন,
রইতে জীবন, তিনিই আমার,
                  পূজন-উপাসন।


Sanjay Karmakar


  · orsoptti5lcmauw4o3hJuns18u3 ·
"মা"


মা না থাকলে,
আমার অস্তিত্ব কোথায়!


মা যে আমার সৃষ্টি সৃজন,
আমার হৃদয়খানি।


গর্ভধারী মা জননী,
দেব দেবীর ও, উব্ধে তিনি,
সকল বাঁধা, বিঘ্ন নাশী,
এমন তরাই, মা'কে চিনি।


আজ ও আমি, খোকাই আছি,
দিব্য তার ঐ চোখে,
মা যে আমার, পরম আপন,
রয় সে আমার বুকে।