"পণ"


আমি থাকতে বসুন্ধরার কোনও চিন্তা নাই। প্রাণ যায় যাক সাধবো পণ।


এটুকুতে তো মন ভরে না তাই প্রেমের নেশাঃ-


"প্রেমের নেশা"


Sanjay Karmakar
Rising Star  · u4t Sphorucnssorerrdd  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
"আয় না সখী আমায় চুম"
.
আজ দখিনায় ফাগুন হাওয়ায়_______পায়েল বাজে ঝুমুর ঝুম
ছড়িয়ে রঙের ঘন ঘটায়__________আয় না সখী আমায় চুম।
উছল তুফান হৃদয় মাঝে__________বাজলো মাদল গুরু গুরু
আয় না সখী পরাণ মিলে__________বজ্র বারি কর না শুরু।
তরঙ্গের ওই সুর লহরে___________বাঁধ না আমায় জাপটে ধরে
আজ ফাগুনে লাগলো আগুন_________লাগলো আমার মনের দোরে।
মেঘের ভেলায় উড়ব আজি__________নীল গগনে তারার দেশে
ফুটবে বকুল ফুটবে রে জুঁই__________স্নিগ্ধ গোলাপ উঠবে হেসে।
উছল তুফান হৃদয় মাঝে__________বাজলো মাদল গুরু গুরু
আয় না সখী পরাণ মিলে__________বজ্র বারি কর না শুরু।
আজ দখিনায় ফাগুন হাওয়ায়_______পায়েল বাজে ঝুমুর ঝুম
ছড়িয়ে রঙের ঘন ঘটায়__________আয় না সখী আমায় চুম।
আয় না সখী আমায় চুম__________আয় না সখী আমায় চুম।