Sanjay Karmakar
  · JghlutusfuShmptoh nsonregowd  ·
"প্রেমের সে জাল বুনো"
.
যেদিন তাহাতে মিলিতে পরাণ
বিদেহী আত্মা তব
নীরবে বিধির বিচার হবে গো
গাহিতে তোমারি স্তব।
স্তবকে যদি গো লভ্য সে ধন
ভালোবাসা প্রেম প্রীতি
রহিতে মানবো যোনিতে মেদিনী
ইহাই হয় গো রীতি;
জয়াকারে তায় আত্মা তোমারি
স্বর্গ সে স্থান পাবে
পঙ্কে যদি গো ব্যাতিত ধরণী
জাহান্নম ওই যাবে।
অনল তথায় গ্রাসিবে সে কায়
শাশ্বত কালের তরে
বুঝিও আজিকে রহিতে মেদিনী
জ্বালিও সে প্রেম ঘরে।
দ্বারে দ্বারে চাই ভাইচারা ভাই
হাঁকিছে সে মায় শুনো
হিংসা ও দ্বেষ ভুলিয়া সকলি;
প্রেমের সে জাল
বুনো।