“প্রণাম”


মায়ায় ঘেরা জগৎ মাঝে সত্য শুধু মা
তার বিহনে শূন্য জীবন বিফল সাধনা।
তার কোলেতে স্বর্গ জেনো চোখের তারায় চাঁদ
স্নিগ্ধ হাসির কোমল ছোঁয়ায় প্রেমের
ধারাপাত।
দিব্য জ্যোতি হৃদয় তাহার দেব দেবতা পিছে
সাধের কানু হোক না পরম থাকেই তাহার নিচে।
চায় না কিছুই শুধুই প্রেম একটু ভালোবাসা
এর বেশি আর নাইতো তাহার অনেক
কিছু আশা।


মা জননী প্রণাম তোমায় থাকবে আমার হৃদে
হাজার বছর লক্ষ জনম সেলাম
কোকোনদে।


“বিশ্বাস”


আমার রাজত্ব একদিন কায়েম হবে এ ধরায়
এ আমার দৃঢ় বিশ্বাস আর সেদিন রিক্ত হবে না মেদিনী
বইবে না এ গরল শ্বাস;
শ্বাপদ মুক্ত ধরায় অধিকার কায়েম হবে মানবতা
মুক্তির সোপানে মধুর গীতি গাইবে
মুক্ত বিহঙ্গ। জেনে রাখুন
কবি।


“বাঁশরী”


প্রেমেরো বাঁশরী বাজিছে গগন, তোলপার হিয়া
এসো হে নাথ কৃষ্ণা কাবেরি; আলোকিত
করো দীয়া।


"আসল প্রেম"


জীবন বিধার বিভিধ প্রকার বয়স এবং কালে
হয় না সবাই তেমন জেনো অমিতাভের শোলে।
মায়ের কোলে জগৎ ছোট প্রেম ধারা হয় খাঁটি
দেশের প্রেমে শহীদ হলে গর্বে
মাতে মাটি।
যৌবনের ওই প্রেমের জোয়ার ছল চাতুরি বেশি
হাত বদলের রঙ্গ তমায় কাঁদতে চলে নিশি।
তারুণ্যেতে মাতলে হিয়া সংসারের ওই সুখ
কান্না হাসি গড়গড়িয়ে জায়ার
প্রেমেই মূক!


ভুক্ত ভুগি প্রেমের সে দেশ জরা কালেই জেনো
মানবতার প্রেম ই আসল আমার
কাছে শুনো।


“কলরব”


বিষাদে বিষাদে ভরেছে লগন, ঝঞ্ঝার বুলি রব
উষরো ভূমিতে খর বায়ু তলে
শত নাগিনীর কলরব।
জ্যোছনার জলে সিক্ত মেদিনী শবনমে লেখা গীত
মাধুরী বনেতে নাচিছে ময়ূরী
সুললিত সঙ্গীত।
লহরে লহরে মৃদঙ্গ রোল উছলেতে যায় বয়ে
তাহারই মাঝেতে কাঁদিছে মোহিনী
বিষাদিত তান
লয়ে।