হায়েনার বিষাক্ত বিষে কর্দম কদাকার ধরা
কদর্য চাহুনির তলে সুপ্ত বেদনায় ঝরে প্রাণ
লালসা আর বাসনাতে আজ রিক্ত বসনা বসুন্ধরা
নির্যাতন ও নিষ্পেষনের কলুসতায় কেঁদে কেঁদে ওঠে মেদিনী
এক আকাশ হাহাকার বুকে নিয়ে হারিয়ে যায়
কত শত নির্ভয়া, কত শত
দামিনী।


চিল শকুনের দেশে রাজ করে চলে নির্মমতা, নিষ্ঠুরতা
ভূলুণ্ঠিত আব্রু বারে বারে প্রকাশ করতে চলে সমাজের দৈন্যতা।
রুক্ষ বঞ্জর সে প্রান্তরে মর্মরে মর্মরে গড়ে ওঠে কত শত স্মৃতিসৌধ
দাহ্য দাহক জানে সেই নির্মম ইতিকথা
বহ্নিতে বহ্নিতে চিত্রিত সেই ইমারত।
প্রিয়াঙ্কা আজ আর আমাদের মাঝে নেই কিন্তু
কিছু কি রেখে গেল প্রশ্নচিহ্ন।
সভ্যতার শিখরে!
কতটুকু মানুষ হতে পেরেছি
আমরা?