যে হারায়ে যায় সে যায়
চিন্তনে হৃদ ঝরে;
ঝর্নায় স্রোত হারায়ে হৃদয়,
বারে বারে মনে-
পরে!


মেঘের আড়ালে লুকায়ে সে যে
নয়নের বারি ধারা........
বাক সে রুধিল প্রলয় গ্রাসেতে
হায় রে পাগল
পারা!


খর বায়ু বয়; মেঘ মল্লার রাগ
প্রহর যামিনী গত
সে ছিল মোর হৃদয় গামিনী
সে ছিল মোর
ব্রত।


আজিকে পরাণ নিশীথ রবেতে
উড়ায়ে নিঘুম রাতি
বোবা সে জিহ্বা আজিকে পরাণ
হৃদয়ত প্রতি-
ভাতি।


মোম সে বিগল বিগলিত প্রায়
কান্নায় ঝরে প্রাণ
কেন কেন কেন; হেন মতি রায়
দিলে প্রতি-
দান।