Rising Star · 9 hrs · Members of বাংলা কবিতা - ভারত
"প্রতিক্রিয়া"
.
(লক ডাউনে সাইকেলে অসুস্ত বাবাকে পিছনে বসিয়ে ১৫ বছরের মেয়ের ১২০০ কিমি ৭ দিনে অতিক্রম করে ঘরে পৌছানোর খবর আর ছবি দেখবার পর আমার প্রতিক্রিয়া।)
.
ধন্য তুমি সেলাম তোমায় অবাক চোখে চাহি
কোন সে দেশের কোন সে মায়ের!
তাহার গীত ওই গাহি।
কেমন করে! কেমন করে! করতে তুমি পারো!
রুধির ধারায় কোন সে ধাতু তোমায় করি
গড় ও।
দু পায় তোমার শক্তি কত! সাহস বুকে বল
অশ্রু বহে কপোল ভিজায় তোমার
ক্রিয়ার ফল।
ধন্য মাতা ধন্যি মেয়ে অবাক চোখে চাহি
কোন সে দেশের কোন সে মায়ের!
তাহার গীত ওই
গাহি।


Sanjay Karmakar
Rising Star · 8 hrs · Members of বাংলা কবিতা - ভারত
"হার"
.
(পরিযায়ী মা রাস্তায় মরে গেছে আর ছোট্ট বাচ্চা তখনও তার মৃত মায়ের আঁচল টেনে খেলছে। সে দৃশ্য দেখে লেখা।)
.
এক আকাশের দুঃখ যেথায় এক সাগরের জল
সইতে নারি কইতে নারি এমন তরা ছল।
কোথায় তুমি কানাই আজি কোন সে দেশে রও
কেমন করে! কেমন করে! এমন
কঠিন হও।
হৃদয় তোমার বয় কি কভূ ব্যথায় ভরে প্রাণ!
কোন সে দোষে কোন সে পাপে গাইলে এমন গান।
বিদ্বেষেতে তোমার পানে চাই যে প্রভু আজ
মুরলী মোহন তোমার কাহন ধন্যি
তোমার সাজ!
ছোট্ট খোকা হাসতে আছে খেলতে আছে দেখো
মা যে তাহার নাই কো যে আর চুক্ষু মুদেই থাকো!
আর তো প্রাণে সয় না প্রভু বিষের নজর দেই
যেমন তুমি চক্ষু বিহীন কটু
কথাই কই।
জ্বালবো না আর আকাশ প্রদীপ মহল তোমার দ্বার
অন্ধ কালাই রইবে তুমি আজ যে
তোমার হার।