"প্রভেদ"


মানব ও শোণিতে নাহিকো প্রভেদ অশ্রু ধারায় লেখা
কাশ্মীর থেকে কন্যাকুমারী, সুদূর হতে সে নগর আমার ই
হৃদয় নীড়েতে অনেক বহিতে, ব্যথা ও গ্লানিতে অনেক সহিতে
বারে বারে, বারে বারে; দ্বারেতে
দ্বারেতে দেখা।
মানব ও শোণিতে নাহিকো প্রভেদ অশ্রু ধারায় লেখা।


বিবেক হানিতে প্রেমের দানিতে; সে ফুল আজ ফোটে নাই
গগনে পবনে লোহিত প্লাবনে, দিকে দিকে; দিকে দিকে
আজ কান্নাই।
শিশু ও কিশোরে আসরে বাসরে হিংসা ও দ্বেষ বারি
ছল কপটতা; বিছায়ে সে জাল, শঙ্কায় প্রাণ হরি।
ভগিনী রবেতে কাঁদিছে আঁচল আব্রুর সান নাই
গৃদ্ধের বোলে ফেলায়ে ভূতলে অনলে
করিতে ছাই।
কাঁদিছে ভূ লোক হারায়ে আলোক প্রেম সে জ্যোতির শিখা
যত দূর ধায় হেরিতে রে হায়! বক্র লল্যুপ রেখা।
বিদ্বেষ বিষ ধাবিত হৃদয় হাঁক সে অহর্নিশ  
মন্থনে তায় সিঞ্চিত হায়; হলাহলে
ধরা বিষ।
মৃত্যু আজিকে ধূম্র সে জাল জালিমের ইতিকতা
জ্ঞানের দানিতে করাল বীণেতে; ক্রুরতা ও নাশকতা।
প্রদূষণে বায় করালতা ছায় মনন ও সৃষ্টি পানে
অণু জীব রচি ধ্বংস রচিতে, ভয়াল সে
বিষ বাণে।
রক্ত লহুতে লালায়িত রাজ বজ্র কঠিন পণ
দেশে দেশে আজ অরাজক রাজ মৃত্যুর ধরা তান;
ধর্ম আজিকে বর্ম নাহিকো; শূন্যতা প্রতিভাতি
সয়িষ্ণুতার নাহিকো সে রব, কোন্দলে
জাত জাতি।
রক্ত! রক্ত! রক্ত তুফানে ক্রুরতার সনে; লিপিতে লোহিত লাল
ইতিহাস তার পঙ্কিলতার আঁকিতে ভয়াল কাল।
পাশবিকতার নবাঙ্কুরের ঘৃণিত সে পল আজি
মনন ও লহুতে বিভেদ নাহিকো; লোহিত
বরণে সাজি।  


মানব ও শোণিতে নাহিকো প্রভেদ অশ্রু ধারায় লেখা
কাশ্মীর থেকে কন্যাকুমারী সুদূর হতে সে নগর আমার ই
হৃদয় নীড়েতে অনেক বহিতে, ব্যথা ও গ্লানিতে অনেক সহিতে
বারে বারে, বারে বারে; দ্বারেতে
দ্বারেতে দেখা।
মানব ও শোণিতে নাহিকো প্রভেদ; অশ্রু
ধারায় লেখা।