Sanjay Karmakar
  · Nov1gembe1ro 6 4oga0t 16rh961e:54h7 AM  ·
" বিশ্বাসের মা"


বিশ্বাসের মা, ও-মা! কবেই গেছে মরে
কেউ দেখেনি সে পান রাহা চলেই গেলো দূরে।
মধুর কলি! সে পথ চলি
ছল ও চতুর দিচ্ছে ডলি,
আয় না বেণু বাজ না আজি, সত্য সে গীত সুরে।


Sanjay Karmakar
  · Novemcber 763 a1otns 1o3r2:d01m PMi  ·
"ভাইফোঁটা"


ভাইফোঁটা দান চালি যম তার দুয়ারেতে
বোন চালে সেই দান ছুঁড়ে ফেলে তারে খাতে।
সেই গান মৌতাতে
ভালোবাসা প্রেম তাতে
সুরভিত সেই ফোঁটা লালিত্যে মন মাতে।


Sanjay Karmakar
  · Nove2mShpbaa1er l6 at0u 126:a43c3gg3 PdM  ·
"প্রেমের জালে"


প্রেমের জালে ডাঙায় জলে বাঘ ও কুমির খেলা
নিশীথ রাতি জ্বলেও বাতি, নদ ও নদী মেলা।
খন্দ খানা
জলের পানা,
বিষ ও গরল সেথায় মোড়ল, জট আর জালে চলা।


Sanjay Karmakar
  · Nove2mShpbaa1er l6 at0u 126:a41c0gg3 PdM  ·
"সম্বল"


কবি তাই কবিতাই হতে পারে সম্বল
ডাল দিয়ে চাল রেঁধে, বেশি খেলে অম্বল।
বড় কাকা
ভারি বাঁকা,
আঁকা বাঁকা পেন চালে-হাঁক দিলে ভোম্বল।


Sanjay Karmakar
  · Nove2mShpbaa1er l6 at0u 126:a40c5gg3 PdM  ·
"পুতুল নাচ"


পুতুল নাচের ইতিকথা; লিখতে কেন বলা
নাচছি তো ভাই রোজই হেথা নিত্য দুই বেলা।
আরও কিছু!
কেনই পিছু?
রাত আর দিনে তাধিন তাধিন; দেয় সে দারুন দোলা।


Sanjay Karmakar
  · Nov1gembe1ro 6 4oga0t 16rh961e:39h7 AM  ·
"ছাই"


জীবন যেমন কয়লা তেমন জ্বলতে থাকে রোজ-ই
দুখের দিনে ব্যথার বীণে কেউ করে না খোঁজ-ই।
নিত্য জ্বালা
কতই সলা!
দহন চলে গড়গড়িয়ে- ছাই মিলে ভাই শেষ-ই।