মায়ার বাঁধন বাধ সেধেছে আজ যে মরা গাঙ
চিল শকুনে ছোঁ মেরে বাজ, নাই সে প্রেমের
গান।
ক্ষর বায়ে বইছে আকাশ সজল কালো ধায়
দুর্যোগেরই ঘন ঘটায়, সুরজ ঢেকে
দেয়।
কর কর কর হিজল ত্রাসে; ত্রস্ত ডাকে বাজ
প্রেম কেঁদে যায় অস্ত পাটে, দুঃস্থ ধরার
সাজ।
আর পারি নে বইতে ধরা; শুষ্ক কঠিন অতি
মা গো তোমার চরণ তলেই, চাইছে আজি
ক্ষিতি।
ভাঙ রে আগল চল রে মেলি পাখনা মিলে দি;
চুষলো যারা  জীবন মোদের;হিসেব করে
নি।
জীবন কাহন জটিল মোদের পান্তা ভাতেই রই;
চল রে আজি কর্মকারের; ধরতে লেজুড়
সই।
চুন চুন কে মারবো সাহেব; বিবির ধরা তাজ;
সুদ আসলে মিটিয়ে দেনা
করবো মোরা
রাজ।