Sanjay Karmakar
  ·rsodnptoeS2f9lg1o 6lgnw9cm1l0ccitmt3961ugh1cgflfulhJ6sml65i6 ·


কবিতার পা নেই ডানা আছে বিলকুল
পাখা মিলে উড়ে ঘুরে দিবা রাতি মশগুল।
কাননের পিতা মাতা কেনো দীন অতি ভাই
জাল বুনে গুনে গুনে হিসাব টা রাখা চাই।
বাপে কেনো আশ্রমে মাতা ভাত পায় নাকো
এসবেই মেতে থাকে, কবি বলে লিখে রাখো।
আরো আছে আশে পাশে নদ নদী খাল বিলে
ধনী কেনো ধন তারি গরিবের নাহি মিলে!!
সাত পাঁকে বাধা নারী কেনো মন পরকীয়া
লিখে চলে সুর তুলে ভাবে অতি মন দিয়া।
পাগলের বাপ বটে কবি ঘুরে মাট ঘাট
হানা দিয়ে সমাজেতে কবিতায় রাজপাট।
জল পড়ে পাতা নড়ে লিখেছিল ভানু করে
সাদা চুল দাঁড়ি গোঁফ গিয়েছিল অতি বেড়ে।
বাড়াবাড়ি সীমাহীন ছিল নাকো থামাথামি
গাদা গাদা লিখে লিখে নোবেলটা নিল টানি।
বেশ ছিল নিকেতনে সারা দেশ আলো করে
কিছু নাই লিখে ভাই, সেটা নিল চোরে কেড়ে।
পাগলের দলে ভিড়ে কবিতায় রই পড়ে
ডানা মিলে উড়ি ঘুড়ি পাখাতেই ভর করে।