Sanjay Karmakar
20 hrs  ·
"রামগরুরের দল"


একটু খানি চোনা যদিও হাতে গোনা
গোবর লেপে দুধের হাঁড়ি, খারাপ যে হয় সোনা!!
সেই চোনার ই চাষ আবাদে আজকে মানব জাতি
ক্ষয় আর লয়ে শঠ শঠতা, আর; শুধুই বজ্জাতি।
শুধুই কী তাই শুধাই ওরে, আব্রু ধরে টান
মা আর বোনের নাই রে বিচার আজ হয় খান খান।
রিক্ততার ওই গরল বিষে গনগনে তার আঁচ
সামনে মানুষ দেবের জাতি পিছে বলদ ছাঁচ।
বুঝলে কানাই হরির লুটে লুটেপুটেই খায়
নিনাদ তার ওই আকাশ ছোঁয়া প্রাণ বাঁচানোই দায়!!
মন্ত্রণা ও গোবর চোনা, নাই রে ভেদের ছল
মানুষ আজি মান-হুঁশ হারা রামগরুরের দল।


Sanjay Karmakar
19 hrs  ·
"ভাগার"


আগার!! ভাগার দাদা, ভাগতে পা'লে বাঁচি
সকাল থিকা রাত্রি দিবায় চালায় সবাই কাঁচি।
হাঁচি কাশির বাদ্যি বাজায় রদ্দি সবই গোল
ছ্যাকনা রুটির দেশ রে আজি; সবই গন্ডগোল।
হোগলা পাতার ছাতার তলায় পাগলা বাজায় বাঁশি
আর জনতা কাশের বনে মুখরা সদাই হাসি।
হাসতে খেলে সবাই দোলে উপরি তুলে চলে
আর যে রাজা সান্ত্রী সবাই ছিঁচড়ে টাকা তোলে।
হেও তুলে মুই ও তুলি তোলাবাজির রাজ
হ্যাট হ্যাট রব বাদ্যি বাজাই মাথায় ফেলাই বাজ।
বাজবে কানাই সাধছি সানাই উপুত দিব ঝোল
হদ্দ বাসি পচার এ দেশ; সবই গন্ডগোল।