Sanjay Karmakar


  · 45 mins  ·


রানার রানার,
জানা অজানার, খাদ্য খাবার, রয়েছে তাহার ব্যাগে
ছুটে চলে পথ,রানার খাবার, খাবারের বোঝা কাঁধে।
পথে পথে যায়, রাত্র দিবায়, এ পথ ও পথ গলি,
দেরি হলে দিতে, বক-বকানিতে, খেতে হবে গালাগালি।
রানার রানার, এ বোঝা টানার দিন, কবে শেষ হবে,
বেকরির জ্বালা, শেষ তার পালা, চাকরি জুটবে কবে?
স্কুল শেষ হলে, কলেজের দ্বার, সে পালা চুকায়, বিশ্ববিদ্যালয়
কী হলো কী তার, শংসা তাহার, হবে কী তাহার লয়।
পথে পথে যায়, রাত্র দিবায়, এ পথ ও পথ গলি,
দেরি হলে দিতে, বক-বকানিতে, খেতে হবে গালাগালি।
রানার রানার, সময় হয়েছে, নতুন খাবার আনার।
রানার রানার, দেরি নয় আর, সময় যে যায় বয়ে,
আরো জোরে, আরো জোরে, দুর্বার চলো, শতেকো যাতনা সয়ে।
বৃদ্ধ পিতায়, মাতায় যে পথ, চেয়ে আছে, পথ পানে
ঘরে নেই চাল, দু-মুঠো খাবার, তুমি ও খাবার টানে।
রানার রানার, নিষ্ঠা তোমার, খাবার জোগান দেবার
বিনিময়ে তার, হাতে গোনা তার, ক'টি টাকা কামাবার।
রানার রানার।


(চলবে)