আধা আধা পোষাক পরে, আধেক থাকে খোলা
মন মাতানো যৌনতার ঐ;
অঙ্গে লাগে
দোলা।
দোলা তো ভায় দূর অস্ত; দুলতে গেলেই দোষ
দেখবে সবাই লোলুপ আঁখি;
আমার বেলায়
রোষ।
আর বিকিনী তাইতে তো ভায় বেচতে চলে দেহ
দেখতে তো আর ট্যাক্স লাগে না;
ধরলে চেপে
কেহ!
কেহ'র বলো দোষ টা কী আর; কাম আর রতি ভাই
সাত সত্যি কইছে কানাই;
হচ্ছে যে রেপ
তাই।