ভাবছি;


এত ভাব ভালোবাসা সাদি বিহা হলে অল্প কয়েক বছর পরই কেন উবে যায়!
দূর হতে দূর চলে যায় আপন পিতা মাতা!
একূল রাখি না ও কূল! এমন দুর্বিষহ দহনে জ্বলতে থাকে হিয়া
নীরব কান্নায় রবে বেদনার গীত গায় মেদিনী।
একদিকে গর্ভধারিণী মাতা আর একদিকে প্রাণপ্রিয় জায়া।
স্বার্থপরতার পরশ পাথরে জমে বরফ হতে থাকে
স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি সৌহার্দ্য।
আত্মিক ঘেরাটোপে কুটিল থেকে জটিল হতে থাকে সম্পর্ক।
ইচ্ছা থাকলেও সে জটিলতার নিবিড় বন্ধন থেকে মুক্ত হওয়া!
সে যেন অধরাই থেকে যায়।
একসময় মেনে নিতে হয় ভবিতব্য।
মুক্তির সোপানে ব্যর্থ হতাশার গানে মুখরিত হয় গগন।
কালচক্রের পঙ্কিল কর্দম ভূমিতে সময় বয়ে চলে সাই সাই করে।
অনেক হতাশা আর ক্ষোভ বুকে নিয়ে এক সময় ছেড়ে দিতে লাগে রণাঙ্গন।
নবাগত সূচনা করে চলে পুনরাবৃত্তির কালপ্রবাহ।


“হ্যাপী নিউ ইয়ার”


দিক দিগন্ত চক্রবালে ছড়িয়ে পরুক; সুখ শান্তির উল্লাসময় ধ্বনি রব,
প্রভাতিক মাঙ্গলিক গীত বাদ্যে মুখর হোক স্বপ্নালোক।
মাধুরী বিতানে হেসে উঠুক সহস্র লাস্যময় কলির শৃঙ্খল
অনাবিল আনন্দে ভেসে যাক ধরা।
প্রশান্তির বাতাবরনে প্রেম আর ভালোবাসায় সিক্ত হোক অঞ্চল।
শভ নববর্ষ।
হ্যাপী নিউ ইয়ার।